মোঃ এমদাদ,বিশেষ প্রতিনিধি:
আমরা আর পারছিনা পলিথিন দিয়ে শুয়ে থাকি,সোয়ার মত কোন পরিবেশ নেই,বাথরুম নেই বললেই চলে, ঠিক এমনটিই বলছেন মাগুরা জেলার শ্রীপুর সদর ইউনিয়নের সাসিলাপুর বাজার সংলগ্ন ভূমিহীনদের আশ্রয় তথা আবাসনে বসবাসরত প্রায় ৪০০ ভূমিহীন পরিবার।এ আবাসন প্রকল্প টি ২০০৪ সালে নির্মিত হয় ,প্রায় ২০ বছর অতিবাহিত হলেও এ পর্যন্ত কোন মেরামতের কাজ হয়নি ফলে প্রায় শতভাগ ঝুঁকির মধ্যে রয়েছে এ কেন্দ্রটি।এখানে ১০০টি রুম কক্ষ রয়েছে তাতে প্রায় ৪০০ ভূমিহীন মানুষ বসবাস করে আসছেন ভোটার সংখ্যা ২০০ ঊর্ধ্বে,২০ বছর আগের নির্মিত এ আশ্রয়নে বর্তমান বসবাসের প্রায় শতভাগ অযোগ্য বলে ভুক্তভোগীরা বলেন।সরজমিন ঘুরে দেখা যায় ।১০০টি রুম কক্ষের প্রায় প্রতিটি টিনের ছাউনিতে ছিদ্র ভাঙ্গা সহ নোনা ধরে খসে খসে পড়ছে,নোনা ধরা টিনের অংশ বিছানা বা ফ্লোরে পড়তে দেখা যায়,ঘরের খুটি গুলা একই অবস্থা,বাথরুমের পরিবেশ জিরোর কোঠায়,আশেপাশে গর্ত খুঁড়ে তারা বাথরুমের কাজ করে থাকেন ,বর্ষা মৌসুমে ঘরের মেঝোতে পানির স্রোত বয়ে চলে পলিথিন দিয়েও পানি আটকে রাখা সম্ভব হয় না বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান ।অতএব মাগুরা ডিসি মহোদয়,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ দায়িত্বরত ব্যক্তিদের প্রতি,অতি দ্রুত এ প্রকল্পটি সংস্কার করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রায় ৪০০ ভূমিহীন পরিবার সহ অত্র এলাকাবাসী।