শ্রীপুরের শহীদ ফরহাদের লাশ কবর থেকে উঠানো হলো না

লেখক:
প্রকাশ: 2 weeks ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি ••
মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের শহীদ ফরহাদের মৃতদেহ কবর থেকে উঠানো হয়নি ।
(উল্লেখ্য )
গত ৪ আগস্ট মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন ফরহাদ হোসেন-শহীদ হওয়ার পর তার লাশ ময়না তদন্তের জন্য তার স্বজনরা মাগুরা সদর হাসপাতালে নেন এসময় দায়িত্ব রত চিকিৎসকরা তাকে ময়নাতদন্তের অস্বীকৃতি জানালে-মৃতদেহটি তার জন্মভূমি রায়নগর গ্রামে এনে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করেন ।
প্রায় চার মাস পর আইনি প্রক্রিয়ায় ময়না তদন্তের জন্য ৯ ডিসেম্বর সোমবার ১১ টার দিকে শহীদ ফরহাদের মৃতদেহটি কবর থেকে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর উপস্থিতিতে এ কাজ সম্পন্ন হবে বলে প্রস্তুতি নেয়া হয় -এ সময় শহীদ ফরহাদের মা ভাই প্রতিবেশী ও গ্রামবাসী-লাশটি না উঠানোর জন্য জোরালো দাবী জানান ।
লাশ উঠানোর দায়িত্বরতরা স্বজনদের বারবার অনুরোধ করা সত্বেও তার স্বজনদের সম্মতি পাওয়া যায়নি ।
ফলে কবর থেকে শহীদ ফরহাদের লাশ না উঠিয়ে ফিরে যান দায়িত্বরতরা ।

error: Content is protected !!