শ্রীপুরের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও সংবর্ধনা

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 hours ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুরের সোনাতুন্দী হাফেজিয়া নূরানী ও এতিমখানা মাদ্রাসায়-অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুল্লাহের সভাপতিত্বে,
নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশে,পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা ময়দান মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ,তাফসির ইসলাম মুহতামিম নোহাটা মাদ্রাসা ।
হাফেজ মাওলানা জাহানুর খান , মুহতামিম বড়ালীদাহ মাদ্রাসা ।

হাফেজ মাওলানা হাসিবুল্লাহ তারাউজিয়াল আন্নামিয়া ও এতিমখানা মাদ্রাসা ।
হাফেজ মাওলানা মুফতি আবু হুরায়রা জামিল,শিক্ষক মোদনপুর মাদ্রাসা ।
হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন ,শিক্ষক গোয়ালপাড়া মাদ্রাসা ।

হাফেজ মাওলানা সাইফুল্লাহ ইমাম সাচিলাপুর জামে মসজিদ।
মাওলানা কারী মিজানুর রহমান, ইমাম ও খতিব বরইচারা জামে মসজিদ ।
ক্বারী মোঃ আব্দুল্লাহ,ইমাম ও
খতিব নোহাটা মোল্লাপাড়া জামে মসজিদ ।
মাওলানা মতিউর রহমান,খতিব কচুয়া জামে মসজিদ। অত্র গ্রামের সন্তান বিশিষ্ট সমাজ সেবক (মোঃ শুভ ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মোঃ শাওন হোসেন, খতিব সোনাতুন্দী দক্ষিণ পাড়া জামে মসজিদ ।
হাফেজ আব্দুল আলিম,খতিব সোনাতুন্দী জোয়ার্দার পাড়া জামে মসজিদ ।

মোঃ আহমেদ আলী খতিব সোনাতুন্দী বাজার জামে মসজিদ । ক্বারী মোঃ রেজাউল ইসলাম খতিব ও ইমাম সোনাতুন্দী মধ্যপাড়া জামে মসজিদ – হাফেজ মোঃ আব্দুল্লাহ,খতিব সোনাতুন্দী চরপাড়া জামে মসজিদ ও অত্র মাদ্রাসার মুহতামিম ।
এছাড়াও স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন ।

এ সময় সকল অভিভাবকের উদ্দেশ্য তাদের সন্তানদের এলেম শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সন্তানদের মাদ্রাসায় ভর্তি করার সু পরামর্শের পাশাপাশি, শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুল্লাহ সহ অন্যান্য বক্তারা ।
অত্র মাদ্রাসায় একটি ডিপ ফ্রিজ প্রদান করবেন বলে ঘোষনা দেন (শুভ)

error: Content is protected !!