মোঃ ইমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ৩টায় মরহুমের বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা সরকারি ভূমি কমিশনার গুঞ্জন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর থানা এসআই নয়নের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার সম্মাননার অনুষ্ঠানে তার সন্তান বাবু এবং শ্রীপুর উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের পরিবারের হাতে আকবার বাহিনীর পক্ষ থেকে আকবার হোসেন ফাউন্ডেশন ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে প্রতিনিধি দল।
রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা শেষে বাদ আছর মরহুমের জানাজা সোনাতুন্দী হাফেজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে গ্রামের উত্তর পাড়ার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।