শ্রীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ কাজী ফয়জুর রহমান চিরনিদ্রায় শায়িত

লেখক: Champa Biswas
প্রকাশ: 7 months ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা শ্রীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ-হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক,বৃহত্তর যশোর জেলার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতার শ্রীপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক,পিলখানায় নিশংস হত্যার শিকার কর্নেল রবি রহমানের সুযোগ্য পিতা, ও উপজেলার তখলপুর গ্রামের সুযোগ্য সন্তান (কাজী ফয়জুর রহমান)

তিনি চিরনিদ্রায় সাহিত্য হলেন তার প্রতিষ্ঠিত সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ।তিনি গতকাল সোমবার বেলা ১১ঃ৩০ মিনিটের সময় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন,

তার প্রথম নামাজে জানাজা ঢাকা শ্যামলীতে অনুষ্ঠিত শেষে তার মৃত দেহ রাতে জন্মভূমি তখলপুর গ্রামে আনা হয়,

সেখানে আজ মঙ্গলবার সকাল ৭ টায় দ্বিতীয় জানাজা শেষে – সকাল ৮ ঘটিকায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত শেষে তার অফিস কক্ষের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় ।

তিনি এক ছেলে এক মেয়ে সহ বহু গুণ আগ্রহী দুনিয়াতে রেখে গেছেন ।বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কাজী ইমামের সার্বিক পরিচালনায় জানাজা ও দাফন সম্পন্নে শোক বার্তা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ।

মাগুরায় ১ আসনের মাননীয় সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাসুরুর রেজা কুটিল ।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ।দারিয়াপুর দরবার শরীফের পীরজাদা আবু সালেহ ।দারিয়াপুর ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল নিজামুদ্দিন আহমেদ ।মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু ।

উপজেলা সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো ।মাগুরা জেলা বিএনপির আহবায়ক ,আলী আহমেদ ।কাজী ফয়জুর রহমানের পুত্র অলি রহমান।বিশিষ্ট শিক্ষাবিদ মতিয়ার রহমান।সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শহিদুল ইসলাম ।মাগুরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তারিকুজ্জামান ।

প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল।জানাযা পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক শরাফত করিম ।

সঞ্চালনায় ছিলেন-প্রাথমিক প্রধান শিক্ষক শরাফত হোসেন।এছাড়াও জানাযায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীর কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!