মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম কাজী ফয়জুর রহমানের স্মরণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
১৮ই জুন ঈদুল আযাহার পরের দিন মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিতব্য বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর আয়োজনে-
সংগঠনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিনের সার্বিক পরিচালনায়-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সঞ্চালনায়-দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হেমেন্দ্রনাথ সাহা, সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন, বর্তমান প্রধান শিক্ষক কাজী ইমাম , অবসরপ্রাপ্ত শিক্ষক কান্তি ভূষণ বিশ্বাস, নির্মলেন্দু সাহা,সন্ধ্যা রানী সাহা,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী শরিফুল ইসলাম ফরহাদ, প্রাক্তন ছাত্র ও সাবেক চেয়ারম্যান কাজী ওয়াজেদ আলী মন্টু, অ্যালারনাই এসোসিয়েশন এর প্রথম ও সাবেক সাধারণ সম্পাদক,মেহেদী আহসান ,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর,মরহুম কাজী ফয়জুর রহমানের পুত্র ওলি রহমান, ভার্চুয়ালি বক্তব্য রাখেন কাজী ফয়জুর রহমান এর মেয়ে ফিরোজা নাসরিন,এমদাদুল হক হান্নান।
মূল্যবান বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিআইজি আসমা সিদ্দিকা মিলি, ডাঃ কাজী রকিবুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, অচিন্ত্য কুমার সহা, মলয় কুমার সাহা প্রমুখ।
এছাড়াও প্রাক্তন সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
দোয়া ও স্মরণসভা অনুষ্ঠান শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ।
উল্লেখ্যঃ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান গত ১৫ এপ্রিল ২০২৪ সকাল সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন
মরহুমের মরদেহ তার প্রতিষ্ঠিত বিদ্যালয় প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত করা হয় ।