শ্রীপুরের দারিয়াপুর বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১২

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 month ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর বিএনপি’র দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
এতে ১১ জন আহত ও একজনকে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়েছে বলে জানা গেছে- ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১:৩০ টার দিকে দারিয়াপুর ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে ।

স্থানীয় ও দুই গ্রুপ সূত্রে জানা গেছে ,দারিয়াপুর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রমেন্দ্রনাথ বাছারের অপসারণ ও পদত্যাগের দাবিতে, খন্দকার আব্বাস গ্রুপের সমর্থকরা একটি মিছিল বের করেন- মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সাচিলাপুর বাজার প্রদক্ষিণ শেষে কলেজের দিকে অগ্রসর হয় –

এ সময় হিরো গ্রুপের সমর্থকরা প্রিন্সিপাল রমেন্দ্রনাথ বাছারের সপদে বহাল রাখার দাবিতে কলেজ গেটের সামনে বদ্ধিত সভা করেন ।
এসময় দু গ্রুপের মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ,উভয় পক্ষেরই ১১ জন আহত ও একজনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয় ।

আহতদের মধ্যে ৫ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) ভর্তি করা হয় – বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান ।

যারা আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন তারা হলেন –
মোঃ কাইয়ুম ৪০ সে ফরিদপুর মেডিকেলে ভর্তি ,
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি ফরহাদ ৩০ -কৃষক দলের নেতা মোঃ শুকুর ৩৫, মোঃ হাবিব মোল্লা ৪৫ মোঃ রশিদ ও আব্দুল হাই ।

error: Content is protected !!