মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ
৪ঠা মাঘ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার দারিয়াপুরের পীরজাদা মরহুম তোয়াজ উদ্দিন এর মাজার শরীফে, আসর হইতে পরের দিন ফজর পর্যন্ত অনুষ্ঠিতব্য বর্তমান গদ্দীনশীন পীর ও বিশিষ্ট আলেমে দিন মোঃ আরিফ বিল্লাহ মিঠুর সার্বিক পরিচালনায় ৯১ তম ওয়াজ মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে, দেশের সুনামধন্য আলেমগনের বয়ানের মধ্য দিয়ে,প্রতি বছর ন্যায় এবারও হাজার হাজার মানুষের সমাগমে অত্যন্ত সুষ্ঠু ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় ।