মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজে অভিভাবক সম্মেলন ১১ই জানুয়ারি ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকালে কলেজের প্রিন্সিপাল এর অফিস পক্ষে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের নবগঠিত সুযোগ্য সভাপতি এড তারিকুল ইসলাম।
অত্র কলেজের প্রিন্সিপাল রমেন্দ্রনাথ বাছারের সভাপতিত্বে,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৫ নং দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মছিউল আজম,এড• মনিরুল ইসলাম (মনির) সহ কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও সাংবাদিক বিন্দু ।
আলোচনা সভায় আগামী ১১ই জানুয়ারি থেকে অভিভাবক সম্মেলনটি প্রতিবছর এই দিনে বাৎসরিক ভাবে পালন করার সম্মতি গৃহীত হয় , এছাড়াও কলেজের চারপাশ অন্তত ১০ গ্রামের প্রতি গ্রাম থেকে -৮-১০ জন গ্রহণ যোগ্য ব্যক্তিদের নিয়ে কলেজ উন্নয়ন কমিটি গঠন ,
কলেজের কর্নারের উত্তর পাশে মার্কেট নির্মাণের কাজ শুরুর সিদ্ধান্ত।
এছাড়াও কলেজের মেনগেট থেকে শুরু হয়ে পূর্ব পাশের শেষ সীমানা পর্যন্ত মার্কেট নির্মাণের সিদ্ধান্তের পাশাপাশি,কলেজের সার্বিক বিষয়ে ত্রুটিগুলো ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছেন অত্র কলেজের সভাপতি এড তারিকুল ইসলাম ।
এসময় তিনি অনুষ্ঠান শেষে কলেজে চলমান পরীক্ষার্থীদের পরীক্ষা পরিদর্শন করেন ।