শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

শরিফুল খান প্লাবন, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ শ্রীনগরে”বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার”এই প্রতিপাদ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছে।
রবিবার(১৭ মার্চ)সকাল ১০টার সময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সৌজন্যে আনন্দ উৎসব মূখর পরিবেশে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান-এর ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে র‍্যালী ও আলোচনায় সভায় উপজেলা আঃলীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন,সাবেক উপদেষ্টা চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম।
আরও ছিলেন,জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, উপজেলা আঃলীগ সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন,১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,সাবেক কার্যকরি সদস্য মিনহাজ উদ্দিন মিনাজ,বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,শিক্ষক প্রতিনিধি আমজাত হোসেন।
শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন ও সাধারণ সম্পাদক নেসারউল্লাহ সুজন, সেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাদ সিকদার ও সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন এবং সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,ইউঃ যুবলীগের সভাপতি মোঃ শামীম হোসেনসহ উপজেলার প্রতিটা ইউঃ আঃলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
error: Content is protected !!