শরিফুল খান প্লাবন,মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের হাসারগাঁও গ্রামে ব্রীজের নিচ দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেদারসে চলছে বালু দিয়ে জলাশয় ভরাটের কাজ। স্থানীয় লোকজনরা জানান এই জায়গাটি ভরাট করতেছে পশ্চিম নওপাড়া গ্রামের আমির হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি তার ভয়ে এই গ্রামের লোকেরা মুখ খুলতে সাহস পায় না,এই ব্রীজের নিচ দিয়ে হাসারগাঁও ও তারাটিয়া গ্রামের কৃষি জমি পানি নিষ্কাশন হয়।এই জায়গাটি ভরাট হলে কৃষকেরা সময়োপযোগী কৃষি বীজ বপন করতে পারবে না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কৃষকেরা বলেন, আমাদের সংসার কৃষি কাজের উপর নির্ভর করে। আমরা যদি সময়মত জমিতে কৃষি চাষ না করতে না পারি তাহলে ছেলে মেয়ের লেখাপড়া এমনকি অনাহারে মরতে হবে। স্থানীয় লোকজনরা আরো জানান যে, এই জায়গাটি যদি ভরাট করে বন্ধ করে দেওয়া হয় তাহলে হাসারগাও তারটিয়া মানুষের ভোগান্তির সীমা থাকবে না।এই দুই গ্রাম মিলে প্রায় ৫ শত জন কৃষক কৃষির উপর নির্ভরশীল।এ বিষয় শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সাফফাত আরা সাঈদ কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয় আমার জানা নেই। আমি বিষয়টি দেখতেছি।