শ্রীনগরে আগুনে পুড়ে ২ দোকানের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয় 

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

শরিফুল খান প্লাবন,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ জেলা আটপাড়া ইউনিয়নের শ্রীনগর উপজেলার তিনটেকে গতরাত আনুমানিক ২ টার দিকে আগুন লেগে ২ মুদি দোকানের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়। ১৮ জানুয়ারি দিবাগত রাতে বিপুল ষ্টোর ও মা স্টোরে এই ভয়াবহ আগুন ক্ষয় ক্ষতি হয়েছে। বিপুল স্টোরের মালিকের মোঃবিপুল ভূইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দোকানে ২ লাখ টাকার বেশি মালামাল ছিল। আমি এক টাকারও মালামাল বের করতে পারি নাই। আমি নানা এন্জিও কোম্পানি থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল ক্রয় করি।আমি নিঃস্ব হয়ে গেছি।এ ব্যাপারে শ্রীনগর থানা অজ্ঞতা নামা লিখিত একটি অভিযোগ করি। মা স্টোরের মালিক জুয়েল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দোকানে প্রায় সারে ৮ লাখ টাকার মালামাল ছিল। আমি ও ১ টাকার মালামাল বের করতে পারিনি। নানা এন্জিও কোম্পানি ও ব্যাংক থেকে টাকা লোন নিয়ে দোকানে মালামাল ক্রয় করে ব্যবসা-বাণিজ্য করে আসছিলাম। এ ব্যাপারে আমি বাদী হয়ে শ্রীনগর থানায় অজ্ঞতার নামা একটি লিখিত অভিযোগ করেছি। ফায়ার স্টেশন লিডার গোলাম সারোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর রাত ২ টা ১৫ মিনিটে খবর পেয়ে ২ টার ২০ মিনিটে গন্তব্য স্থানে পৌছায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।

error: Content is protected !!