প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
শ্রীনগরের বর্জ্য নিষ্কাশনের নির্দিষ্ট ড্যাম্পিং নেই
শ্রীনগর উপজেলাকে সুন্দর পরিষ্কার ও বাসযোগ্য করে গড়ে তুলতে পরিক্রমা একটি মাদক বিরোধী সংগঠন এর একটি প্রতিষ্ঠান বর্জ্যদানী তিন বছর যাবত বর্জ্য অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে ছিলেন শ্রীনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোসাঃ রহিমা আক্তার। তিনি ময়লার ড্যাম্পিং নির্মাণের জমি রাড়িখাল ও তিন দোকান এলাকায় ব্যবস্থার কথা দিয়ে বদলী হয়ে যান। পরিক্রমা সংগঠনটি বহুবার সহকারী কর্মকর্তা কেয়া দেবনাথ এর নিকট গেলেও তিনিও জমি দেওয়ার কথা বলে বদলী হয়ে যায়। শ্রীনগর বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। দোকান-মার্কেটের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় বাড়ি ও ঘরের প্রতিদিনের বর্জ্য ফেলছে উপজেলা পরিষদ সহ আশেপাশের চত্তরে কিংবা রাস্তার পাড়ে বা খালে।
এতে শ্রীনগর উপজেলা পরিষদ সহ সড়কের পাশে তৈরি হয়েছে ছোট বড় ময়লার স্তুপ। একই সাথে বাজারের ময়লা ভরাট হচ্ছে শ্রীনগরের উপর দিয়ে বয়ে চলা খালে, নষ্ট হচ্ছে আবাদি জমি। প্লাষ্টিক সামগ্রী, কাঁচের বোতল, পলিথিন, কাপড়-চোপড় সহ বিভিন্ন ধরনের সামগ্রীতে ভরে গেছে শ্রীনগর খাল। যা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছে।
পরিক্রমা একটি মাদক বিরোধী সংগঠন শ্রীনগর উপজেলার পিছনের ডায়মন্ড সিটি, ফেমাস হাসপাতাল, গোল্ডেন সিটি, ষোলঘর ইউনিয়ন পরিষদ সহ শ্রীনগর কলেজ গেইট এলাকার বর্জ্য অপসারণ করছে ভ্যান গাড়ীর মাধ্যমে। নির্দিষ্ট জায়গা না থাকায় ও উপজেলা প্রশাসনের কাছ থেকে কোন প্রকার জমি না পাওয়ায় ভোগান্তির স্বীকার উক্ত সংগঠনের।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com