মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষ হল । বুধবার ৮ মে সকাল টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তারই ধারাবাহিকতায় আজ গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বাসী স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেন। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটারের সংখ্যা তেমন লক্ষ্য করা যায় নি।
বিকাল ৩টা ৩০ মিনিটে নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় ৯০ বছরের এক বৃদ্ধ লাঠির উপর ভর করে তার পরিবারের লোকদের সাথে ভোট দিতে ভোট কেন্দ্রে এসে ভোট দেন।
অধিকাংশ ভোট কেন্দ্রে আদিবাসীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। আইহাই রাহি উচ্চ বিদ্যালয়ে একটি বুথে ভথ্য নিতে গিয়ে জানা যায় যে, ১১৫ জন ভোট দাতার মধ্যে ১০০ জনই আদিবাসী। তবে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।