শেখ রাসেলের জন্মদিন পালন-কালীগঞ্জে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে এমপি আনারের নেতৃত্বে শোভাযাত্রা

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির: কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে কেক কাটা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের নেতৃত্বে  মটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভযাত্রাটি সংসদীয় আসনের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রায় ৫ হাজার
মোটরসাইকেল অংশগ্রহণ করে। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল,  ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মহিদুল ইসলাম মন্টু, আবুল কালাম আজাদ, রাজু আহমেদ রনি লস্করসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। শোভাযাত্রা শেষে উপজেলার বারবাজারে আলোচনা সভা ও নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে নিশ্চই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রজন্মের নন্দিত নেতা হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারতেন। তাঁর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের একজন
ভবিষ্যত নেতাকেই হারাতে হয়েছে এ জাতির।
error: Content is protected !!