শুরু হতে চলেছে ভূপাল তবলীগ জামাতের ইজতেমা 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 days ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে র গাজীপুর জেলা র তুরাগ নদীর তীরে অবস্থিত টুঙ্গিতে বিশ্ব ইজতেমার আগে, আগামী ২৯শে নভেম্বর থেকে ২ই ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশের ভূপাল শহরের কাছে শুরু হতে চলেছে তবলীগ জামাতের ইজতেমা।

প্রায় ৬শত একর জমির উপর অনুষ্ঠিত হবে এই ইজতেমা। প্রায় লক্ষাধিক মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ যোগদান করতে যাচ্ছে। এবং ৩০০একর জমির উপর নির্মাণ হবে গাড়ি পার্কিং। এবং ২শত জমির উপর গড়ে তুলতে অজু খানা ও খাবারের জন্য রেস্তোরাঁ।

বিভিন্ন রাজ্যে মানুষের জন্য আলাদা আলাদা যায়গা করা হয়েছে থাকার জন্য। পরিবেশ সৃষ্টি যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য পেলাস্টিক ব্যবহার বন্ধ করা হয়েছে।

পানি জল জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।বাহিরের দেশের আগত অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লীর নিজামুদ্দিন তবলীগ জামাতের আমীর মাওলানা মুফতী সৈয়দ সায়াদ সাহেব এবং অন্যান্য আমীর এর পক্ষ থেকে। এবং এখানে বিশ্বের শান্তির জন্য দোয়া করা হবে।

ইজতেমা শেষ হওয়ার পর ওখান থেকে বিভিন্ন যায়গায় জামায়াতের নেতৃত্ব ভারতের বিভিন্ন যায়গায় জামায়াত পাঠানো র কাজ করবেন। আখেরি মোনাজাত করবেন মাওলানা সায়াদ সাহেব।

error: Content is protected !!