শীলতাহানী, লিচু গাছ কাটা, সীমানা প্রাচীর ও বিচালী ঘর ভাংচুর করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্টার:

যশোর জেলার মণিরামপুর হাকোবা গ্রামে গত ২৯শে মে সোমবার সকালে আনুমানিক ৯টা ৩০ এর দিকে সাবেক ছাত্রলীগ কর্মীর সীমানা প্রাচীর ও বিচালী ঘর ভাংচুরের ঘটনা ঘটে।সীমানা প্রাচীর ও বিচালী ঘর ভাংচুর করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানায়, আজ ৩০শে মে আবার ও একই স্থানে দুপুরের দিকে এসে খুন-জখমের হুমকি দিয়ে গেছে স্থানীয় বিএনপির নেতা মনজুর সরদার ও জিহাদ হোসেন। তারা চিৎকার করে গালিগালাজ করে বলে যদি মামলা করা হয়, যেখানে পাবো সেখানে মারপিট করে হাত পা ভেঙ্গে দিবো। তারা আরো বলেন, হাকোবা গ্রামের পৌরশহর কাঁপানো বিএনপি পরিবার সাথে বর্তমান কিছু প্রভাবশালী আওয়ামী লীগ, যুবলীগ নেতা কর্মীরা আতাত করে জমি-জায়গা দখল সহ সকল অপকর্মে সাহস যোগান দিচ্ছে। এছাড়া ফয়সাল সাবেক ছাত্রলীগের কর্মী হওয়ায় সেই রাগ বিএনপি র সন্ত্রাসীরা এখন মিটাচ্ছে।

জানা যায়, জিহাদ টোকাই এর কাজ করতো সেই থেকে বিভিন্ন সন্ত্রাসী মূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। বর্তমানে জিহাদ নিজেই একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছে।

error: Content is protected !!