শীতের রাতে মহিলাদের সুরক্ষা দিতে পিঙ্ক প্রট্রোল শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 weeks ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ 

আজ সন্ধ্যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আবার শুরু হয়েছে পিঙ্গ প্রট্রোল। কারণ শীতের রাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে করতে এই ব্যাবস্থা নিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস।

তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। সামনে বড় দিন প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়েছে জেলা থেকে শহরে। সেই সঙ্গে ভীড় ঠেলে ভিতরে ঢুকাতে চেষ্টা করবে দুষ্কৃতকারীদের দল।

যে কোন অঘটন যাতে না ঘটে তার জন্য সুনিশ্চিত করতে আগাম সতর্কতা অবলম্বন করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার। এদিন ডায়মন্ড হারবার মহাকুমা থেকে শুরু করে আমতলা এবং বিষ্ণুপুর ও বজবজ মহেশ তলা থেকে শুরু করে ফলতা বন্দর এলাকায় দেখা গেছে মহিলা পুলিশ সাথে পুরুষ পুলিশের টহলদারি।এর আগে কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর শারিরীক নির্যাতন ও ধর্ষণ এবং খুনের ঘটনার পর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোন ভাবেই এবার থেকে মহিলাদের উপর জুলুম ও নির্যাতনের শিকার না হয়।

তার সুরক্ষা নিশ্চিত করতে সবধরনের ব্যাবস্থা নেবার নির্দেশ দেন। তার নির্দেশ মেনে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে রাতের অন্ধকারে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের টহলদারি জোতদার করা হয়েছে।

এবার থেকে মহিলাদের সাথে যোগাযোগ করা ও তাদের কোন সমস্যা হচ্ছে কি না তা সুনিশ্চিত করতে মহিলা পুলিশের দল এগিয়ে এসেছেন।

তাদেরকে সাহায্য করছেন ডায়মন্ড হারবার থানার আই সি এবং উস্তি থানার ওসি আসাদুল সেখ এবং মগরাহাট থানার ওসি এবং মগরাহাট ও উস্তি থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার ও বজবজ মহেশ তলার আই সি এবং বিড়লা পুর থানার ওসি আব্দুল মানজান সাহেব সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে সকল থানার ওসি ও অফিসারা।

error: Content is protected !!