শিক্ষার্থী সহ সকল শহীদের সরণে মণিরামপুর হাকোবা গ্রামের মসজিদে দোয়া অনুষ্ঠান

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোর:

যশোর মণিরামপুরে স্বৈরাচার সরকারের হাত থেকে দেশ কে নতুন করে স্বাধীন করতে যাওয়া শহীদের সরণে হাকোবা গ্রামের তিন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয় সরকারের পতন।

প্রথমে কোটা বাতিলের দাবীতে রাজপথ ছিলো শিক্ষার্থীদের দখলে। দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলন মেধাবী শিক্ষার্থীদের উপরে চালানো হয় গুলি ও হামলা।এতে নিহত হয় বেশ কয়েকজন, তার মধ্যে অন্যতম শহীদ আবু সাইদ। আবু সাইদের উপরে পুলিশের গুলিবর্ষণ এর ভিডিও মিডিয়ায় প্রচার হলেই শুরু হয় দেশ ব্যাপী কঠোর আন্দোলন।সরকার অবশেষে কোটা বাতিল করলেও, আবু সাইদ সহ শহীদ শিক্ষার্থীদের হত্যার বিচার চেয়ে ১ দফা দাবিতে পুনারায় কঠোর আন্দোলনের ডাক দেই ছাত্র বৈষম্য সমাজ। অবশেষে ৫ই আগস্টে পদত্যাগ করে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাথে দেশ জুড়ে শুরু হয় আনন্দ উল্লাস।নতুন বাংলাদেশের স্বাগত জানিয়েছেন, বিশ্ব ব্যাপী।আন্দোলন করে নতুন বাংলাদেশ স্বাধীন করতে যাওয়া সকল শহীদের সরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্দেশনা মোতাবেক,হাকোবা গ্রামে তিনটা মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!