শাসক হিসেবে না, সেবক হিসেবে কাজ করতে চাই-উপজেলা চেয়ারম্যান লিটন

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন বলেন, আমি শাসক হিসেবে না, সেবক হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই। কে আমাকে ভোট দিল আর কে দেয়নি এটা বড় বিষয় না। আমি সবার চেয়ারম্যান এবং সবার জন্য কাজ করতে চাই। উপজেলা পরিষদের শপথ নেওয়ার পর ঘোষণা করেছি গরীব মানুষের চিকিৎসা জন্য এ্যামবুলেন্স, ফ্রি ক্যাম্প ও ঔষধ বিতরণ, এসএসসি ও এইচএস সি জিপিএ ৫ প্রাপ্তদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও কৃষি যন্ত্রাংশ ও আশ্রনপ্রকল্পের ঘর প্রকৃত সুবিধা ভোগীদের মাঝে বিতরন করা হবে।
তিনি আরোও বলেন, উপজেলা পরিষদের ১ টি দোকান ও ১ টি পুকুর থেকে আয়কৃত সম্পন্ন অর্থ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উন্নয়ন খাতের ব্যয় করা হবে।যা ইতিপূর্বে কেউ উদ্যোগ নেয়নি। সেই সাথে চুড়িপট্টি ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং তাদেরকে সুষ্ঠু ও সৎ ভাবে ব্যবসা করার আহবান জানান।
মঙ্গলবার বগুড়ায় চুড়িপট্টি দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ফতেহ আলী বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ লেলিন শেখ, চুড়িপট্টি দোকান মালিক সমিতির সাবেক সভাপতি বজলুল বারী, শাহ নেওয়াজ সুজা, বেলাল হোসেন নান্নু।

 

আরোও বক্তব্য রাখেন চুড়িপট্টি দোকান মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

সাবেক সহকারী নির্বাচন কমিশনার আকমল হোসেন সজলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুড়িপট্টি দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোঃ গোলজার রহমান, সাবেক কাউন্সিলর এস আই আমিনুল হাসানসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!