শার্শা সীমান্তে ৯পিস স্বর্ণের বারসহ আটক-১

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

সোহেল রানাঃ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে ১কেজি ২২গ্রাম ওজনের ৯পিস স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার বিকালে সীমান্তের গোগা কলেজের সামনে থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

বুধবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, স্বর্ণের একটি চালান গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়।

এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১কেজি ০২২ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।স্বর্নের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

error: Content is protected !!