প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৪, ৩:২১ অপরাহ্ণ
শার্শায় রুদ্রপুর এলেকায় মারা হলো বিষধর রাসেল ভাইপার
যশোরের শার্শায় ধান ক্ষেতে কাজ করার সময় কিলিংমেশিন খ্যাত ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে কৃষকরা।
বুধবার(১৭ জুলাই) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুল কাদের নামে এক কৃষক ধানের জমিতে সাপটিকে দেখে।পরে তিনি আতঙ্কিত হয়ে অনান্য কৃষকদের সাথে নিয়ে সাপটিকে তৎক্ষণিক পিটিয়ে মেরে ফেলেন।
স্থানীয় কৃষক ওয়াইদুর রহমান জানান, আমরা বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি এবং শুনেছি এরা ধানের জমিতে থাকতে পছন্দ করে। এবার বাস্তবে ধানের জমিতে এ সাপের দেখা মিলল। সকালে আমরা কয়েকজন ধান ক্ষেত পরিষ্কারের কাজ করছিলাম।হঠ্যাৎ সপটিকে সামে প্যাচিয়ে শুয়ে থাকতে দেখতে পাই । সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি এবং ত্যাৎক্ষনিক সাপটিকে পিটিয়ে মেরে ফেলি।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশে যে সকল সাপ দেখা যায় তাদের মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।
এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শহিদ হাসান বলেন, রাসেলস ভাইপার সাপ একটি বিষাক্ত সাপ। সাধারণত এদের লোকালয়ে খুব কমই দেখা যায়। এক সাথে অনেক বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com