সোহেল রানাঃ
মানুষ মানুষের জন্য, জিবন জিবনের জন্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হওয়া অসহায় গোলাম মোস্তফার পাশে দাড়িয়েছে জান্নাত ফাউন্ডেশন। মোস্তফা নাভারণ যাদবপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।
রোববার উপজেলার নাভারণ যাদবপুর গ্রামে জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মণি ও প্রবাসী ইমরান বিন আব্দুস সামাদ এর আর্থিক সহযোগিতায় মোস্তফার সচ্ছলতা ফেরানের জন্য ২০হাজার টাকা আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেন। এর আগে মোস্তফা রং মিস্তীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাথায় গুরুতর জখম হন।
দীর্ঘ আড়াই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। তার বাবা মুজিবর রহমান ফ্লাক্সে করে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে। পরিবারে পাঁচজন সদস্য হওয়ায় চা বিক্রেতা বাবার পক্ষে সংসার চালানো কষ্ট সাধ্য হয়ে পড়ে। বর্তমানে মোস্তফার অন্যের সহযোগিতা নিয়ে চিকিৎসা ও সংসার চালাতে হয়। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মণি,সাথী ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, মোস্তফার মা স্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।