সোহেল রানাঃ
যশোরের শার্শায় ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শার্শা কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক ডাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শার্শা কল্যাণ সমিতির ফ্রী মেডিকেল ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বিলাস, সাংগঠনিক মিজানুর রহমান,পাঠাগার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান কাজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন নিজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম রেজা বিপুলসহ সংগঠনর অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মেডিকেল ক্যাম্পিংয়ে ১৪জন বিশেষজ্ঞ চিকিৎসক ২হাজার ৫শত রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।