সোহেল রানাঃ
যশোরের শার্শার ডিহিতে ২১ বোতল ফেনসিডিলসহ আলামিন ওরফে রাহুল (১৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার টেংরালী দক্ষিনপাড়া গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন ঝিকরগাছা উপজেলার লাইজানি নওদাপাড়া গ্রামের শহর আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) শেখ আবু হাসান (এএসআই) নাজমুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ডিহি ইউনিয়নের টেংরালী দক্ষিনপাড়া গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে ২১ বোতল ফেনসিডিলসহ আলামিন ওরফে রাহুলকে আটক করা হয়।
এ সংক্রান্তে (এসআই) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় মাদক আইনে এজাহার দায়ের করেন।