শার্শায় তক্ষক নামীয় সরীসৃপ প্রাণীসহ আটক-২
সোহেল রানাঃ যশোরের শার্শায় বিরল প্রজাতির তক্ষক নামীয় সরীসৃপ প্রাণীসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মাটিপুকুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন,শার্শা উপজেলার মাঠিপুকুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে করিম হোসেন (৪৬) ও একই এলাকার মৃত-গোলাম নবীর ছেলে হাফিজুর রহমান (৫৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তক্ষক নামীয় সরীসৃপ প্রাণী বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (এসআই) শেখ আবু হাসানের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানাধীন মাটিপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করে।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শার্শা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।