সোহেল রানাঃ
যশোরের শার্শায় ৩৪পিস চোরাই মোবাইলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৭) ও শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত আলী মুবিন সিয়াম (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) আব্দুল্লাহ আল মামুন, (এসআই) আমিরুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাজীরবেড় সাকিনস্থ আফজাল সুপার মার্কেট রেলগেট বাজারে ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান হইতে এবং একই তারিখ সন্ধ্যা ৬ টার সময় যশোর শার্শা থানাধীন নাভারন ব্যাংক মার্কেটস্থ প্রাইম টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক মোবাইলের দোকান হইতে মোট ৩৪পিস চোরাই মোবাইলসহ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে।