শার্শায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সোহেল রানাঃ

যশোরের শার্শায় ৬০পিস ইয়াবাসহ শাহাজান আলী (৪৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল, জেলা কার্যালয়ের সদস্যরা।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার গোগা কারিকার পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক শাহাজান আলী ওই গ্রামের মৃত- শের আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে শার্শা থানাধীন গোগা কারিগর পাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬০পিস ইয়াবাসহ শাহাজান আলী নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল, জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!