শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধি:

শারদীয় দূর্গাপুজা ২০২৪ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, আনসার ভিডিপি’র উপজেলা প্রধান মর্জিনা খাতুন, থানা বিএনপি’র সভাপতি মিল্টন মুন্সি, সাধারণ সম্পাদক চকলেট মুন্সি, শালিকা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাম বাবু, এ ছাড়াও উক্ত প্রস্তুতিমূলক সভায় শালিকা উপজেলা থেকে আগত বিভিন্ন মন্দিরের ১১৪ টা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন শারদীয় উৎসবে আইন শৃঙ্খলা সহ পূজায় করণীয় সকল অনুষ্ঠান সুস্থ পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন করবার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

error: Content is protected !!