ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ দিল্লি র রাজপথে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং পশ্চিম বাংলা কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করার সময় দিল্লি পুলিশ লাঠি চার্জ করল তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এম পি উপর। সেই সঙ্গে তাঁর সাথে ছিল পশ্চিম বাংলা র এম পি সুদীপ ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জী এম পি এবং মালা রায়, খলিলুর রহমান এবং সৌগত রায় সহ পশ্চিম বাংলা থেকে দিল্লি তে আগত এম পি এবং মন্ত্রীদের রেহাই পায়নি লাঠি চার্জ এর হাত থেকে। গন বিক্ষোভ চলাকালীন হঠাৎ করে দিল্লি পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে তৃনমূল দলের নেতৃত্ব। এবং দিল্লি পুলিশের পক্ষ থেকে রাস্তা থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ার কারণে দিল্লি পুলিশের সি আই এস এফ জওয়ানদের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এর উপর ঝাপিয়ে পড়ে এবং লাঠি চার্জ করতে থাকে। এবং লাঠি চার্জ করে অভিষেক ব্যানার্জী কে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ কে একহাত নেন। এবং এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের দায়ী করেন তৃনমূল দলের নেতৃত্ব।
আজকের এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে পশ্চিম বাংলা ছাড়া ভারতের অন্যান্য রাজ্যে থেকে তৃনমূল দলের নেতৃত্ব দিল্লি তে গিয়েছেন বিক্ষোভ প্রদর্শন করতে। আজকের এই বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা এবং পশ্চিম বাংলা র শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার বিধান সভার সদস্য পান্নালাল হালদার এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড সদস্য মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান মোল্লা এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের অন্যতম নেতা সাদেক লস্কর এবং সিকান্দার সেখ। মোক্তার মোল্লা এবং ভাঙড় এর চেয়ারম্যান আরাবুল ইসলাম সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেতৃত্ব এবং পশ্চিম বাংলা র বিভিন্ন জেলা ও ব্লক তৃনমূল দলের নেতৃত্ব হাজির ছিলেন।।