শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

শনিবার ( ১৭আগস্ট) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে ।
উক্ত কর্মসূচি পালনের স্থান হিসেবে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণ নির্ধারণ করা হয় ।

এছাড়া সন্ধ্যা ৭ টার আগেই নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা । এরপর শিক্ষার্থীরা আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় ।

সন্ধ্যা ৭:৩০ এ শিক্ষার্থীরা একটা মৌন মিছিল বের করে । এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট প্রদক্ষিণ করে পুনরায় নজরুল ভাস্কর্যে উপস্থিত হয়ে মোমবাতি হতে নিয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয় । এরপরই নিহতদের স্মরণে আয়োজনে অংশগ্রহনকারী শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমার বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না । এই স্বাধীনতা বহু শহীদের রক্তের বিনিময়ে । এছাড়া রাষ্ট্রের প্রতি সকলের দায়িত্ব স্বরূপ সকলকে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা ।
তারা আরো বলেন , বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকল প্রকার ছাত্র রাজনীতি মুক্ত । অতএব উস্কানি দানকারী এবং লেজুড়বৃত্তি অপসারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ একতাবদ্ধ ।

এছাড়া পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ এর ইন্টার্ন ডাক্তার মৌমিতা ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা জানান উপস্থিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ডক্টর মৌমিতা কে ধর্ষণ ও হত্যার প্রতি আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ঘৃণা পোষণ করছি , এবং সাথে সাথে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি ।

error: Content is protected !!