মো. মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জ: ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র শবে মেরাজ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (২৬ জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. রজব আলী এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।
আলোচনা সভায় বক্তারা শবে মেরাজের গুরুত্ব তুলে ধরে বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো ‘মেরাজ’। এটি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সরাসরি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন।”
বক্তারা আরও উল্লেখ করেন, “মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।”
আলোচনা সভায় প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।