লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম-৪ আসনে নব নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ্যাড.বিপ্লব হাসান পলাশ শপথ গ্রহণ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সংসদ ভবনে তার কার্যালয়ে এ্যাড. বিপ্লব হাসান পলাশকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে এ্যাড.বিপ্লব হাসান পলাশ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসীকে পরাজিত করে নৌকা মার্কার প্রার্থী এ্যাড. বিপ্লব হাসান পলাশ বিপুল ভোটে জয়লাভ করেন। এমপি হয়ে জাতীয় সংসদে আসার অনুভূতি প্রসঙ্গে এ্যাড. বিপ্লব হাসান পলাশ জানান অনুভূতি তো একটা থাকবেই। তবে অনুভূতি প্রকাশের চেয়ে বড় বিষয় হলো আমার ওপর বড় দায়িত্ব চলে এসেছে। সেটি পালন করতে হবে। আমি শপথে যা যা বলেছি তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি। এজন্য তিনি দেশবাসীর পাশাপাশি তার নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন।