লুট-পাট

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন

লুট-পাট হচ্ছে নাকি দেশ?
চারিদিকে পাচ্ছে তার রেশ।
খাচ্ছে সব গরীবের ক্যাশ,
এইবার বুঝি হলো সব শেষ।
এতো নই সাধারণ ডাকাতি,
এ যে কতো বড় কথা ভেবেছো কি কথাটি?

নিরবে চলছেতো বেশ’
সন্ধানে বাড়ছে শুধু ক্লেশ’
কোথায় গেলো ব্যাংকের টাকাটি?
বড় বড় সাধু’ মুখে শুধু মধু’
এরাই নাকি এসবের হোতাটি?

ধনী হচ্ছে নাকি দেশ?
কোথাও পাচ্ছি নাতো তার লেশ!
বাড়ছে শুধুই কি করের ঐ বুঝাটি?
দায় দেনাই নিঃশেষ’ রাষ্ট্রের তলদেশ,
কার পাতে পড়ছে এসবের ফলটি?

হরিলুটে হচ্ছে নিঃশেষ’
নিত্য প্রয়োজিনীয় দ্রব্য মুল্য বেড়ে চলেছে বেশ;
কে মিলাবে হিসাবের খাতাটি?
করছে সব দলে শত শত সমাবেশ’
মঞ্চে উঠে দিচ্ছে যারা উপদেশ! তারাই নাকি মুল চোরটি?

error: Content is protected !!