লালবাগ থেকে ভুরাঘাট পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

সেলিম মিয়া,রংপুর প্রতিনিধিঃ 

রংপুর মহানগরীর লালবাগ থেকে ভুরাঘাট পর্যন্ত চলাচলকৃত রাস্তাটির দূর্ভোগ অবসানের পথে। দীর্ঘ দিন পরে থাকা রাস্তাটি অবশেষে সংস্কার কাজ শুরু করেছেন এলজিইডি রংপুর। এলজিইডি রংপুরের তত্ত্বাবধায়নে পাঁচ কিলোমিটার রাস্তাটি সংস্কার কাজের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ছয় কোটি টাকা গতকাল বুধবার সকালে লালবাগ থেকে ভুরাঘাট পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাটির সংস্কার কাজের ফিতা কেটে এবং খনন করে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহবুবার রহমান মঞ্জু, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার মোঃ সাহাদত হোসেন, এলজিইডি সদর উপজেলা প্রকৌসলী হায়দার জামান, মেসার্স খায়রুল কবীর রানার সত্ত্বাধিকারী মোঃ খায়রুল কবীর রানা ও রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব বিশিষ্ঠ ঠিকাদার শফিকুল ইসলাম মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!