লাঙ্গল গরু দিয়ে হাল চাষ এখন প্রায় বিলুপ্তির পথে

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

লাঙ্গল গরু দিয়ে হাল চাষ এখন বিলুপ্ত পথে। শনিবার সকালে যশোরের সতীঘাটা কামালপুর গ্রামের চাষের মাঠে এই দৃশ্য দেখা মেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোর সদর উপজেলা সতীঘাটা কামালপুর গ্রামের নজরুল ইসলাম (নজু) চাষের মাঠে তিনি লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করতে দেখা যায়।

চাষের মাঠে লাঙ্গল গরু দিয়ে হাল চাষের বিষয় চাষি নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিনিয়ত কৃষকদের জমিতে লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করে আসছি। তবে বর্তমান চাষের মাঠে লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করতে খুবই কম দেখা যায়। তিনি আরো বলেন, এতদা অঞ্চলে কৃষকের জমিতে চাষ করতে লাঙ্গল গরু এখন হারিয়ে যেতে বসেছেন। আধুনিক প্রযুক্তিতে এখন ট্রাক্টর পাওয়ার টিলা দিয়ে কৃষকের জমিতে চাষ করতে দেখা মেলে। এক সময় এগুলো হারিয়ে যাবে তবে এই দৃশ্য গুলো স্মৃতি স্বরুপ থাকবে বলে জানান।

error: Content is protected !!