প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:১৩ পূর্বাহ্ণ
লাখ টাকা লোন দিবে বলে হাতি’য়ে নিলো হাজার টাকা
প্রবাসী খোকন নাসির উদ্দিনের কথা মতো সব কিছু তার ইমু নাম্বারে 01305517831 পাঠান।এক দিন পরে ফোন করে বলেন আপনার লোন পাস হয়েছে । যে একাউন্টে টাকা নিবেন সেই একাউন্ট নাম্বার পাঠান সাথে আবেদন জমা দেয়ার খরচ বাবদ ৬৫০০ টাকা বিকাশ করেন। আগামী কাল আপনার একাউন্টে ৪০ লাখ টাকা চলে যাবে। মালয়েশিয়া প্রবাসী খোকন তার কথা মতো নাসির উদ্দিনের বিকাশ নাম্বার 01305517831 এ ৬৫০০ টাকা পাঠান।
কিন্তু লোনের ৪০ লাখ টাকা আর আসেনা।খোকন প্রতারক নাসির উদ্দিনের কাছে ফোন করে বলে টাকা তো আসে নাই স্যার, নাসির উদ্দিন বলে ব্যাংকের কিছু খরচ আছে আপনি আরো ১১৭০০ টাকা বিকাশ করেন। প্রবাসী খোকন কোন কিছু চিন্তা না করে আগের বিকাশ নাম্বারে ১১৭০০ টাকা বিকাশ করেন। তার কিছু ক্ষণ পরে সঞ্চয় জমা করতে হবে বলে আবারো টাকা দাবি করে এই ভাবে ছয় বাসে ৪৮৭০০ টাকা হাতিয়ে নেন প্রতারক নাসির উদ্দিন।
তিন দিন পরে নাসির উদ্দিন বলে আমাদের ব্যাংকের বড় ম্যাডামের সাথে কথা বলেন তিনি বলতে পারবে কেনো টাকা এখনো যায়নি।
বড় ম্যাডাম বলে ৪৫ মিনিটের মধ্যে টাকা যাবে আপনার একাউন্টে। আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি এখানে ১৩০০০ টাকা পাঠান। বড় ম্যাডামের বিকাশ নাম্বার (01898674216) একটু পরে ফোন করে বলে স্যার আপনার একাউন্টে সমস্যা ৪০ লাখ টাকা একবারে নিতে চাইলে আপনাকে আরো ১০২০০ টাকা দিতে হবে। খোকন বাংলাদেশে তার ভাবি,ভাতিজাকে দিয়ে তাদের কথা মতো মোটা 71900 টাকা দেন। এর পরে তাকে ইমুতে ব্লগ দেন।অন্য নাম্বার থেকে ফোন দিলেও ফোন ধরছেন না।
মালয়েশিয়া প্রবাসী খোকন বলেন ওদের কথা শুনলে যে কেও ওদের বিশ্বাস করবে।ওরা আমার মতো অনেক প্রবাসীকে বোকা বানিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। যেহেতু ওরা বাংলাদেশের বিকাশ নাম্বার দিয়ে টাকা নিচ্ছে বিকাশ নাম্বার টেক করে ওদের ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রইলো।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com