রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র গুলিতে মতিয়ার রহমান (৩০) নামের বাংলাদেশি এক যুবক আহত হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের সাটকড়াইবাড়ি সীমান্তে এ ঘটনাটি ঘটে। আহত যুবক উপজেলার সাটকড়াইবাড়ি গ্রামের মৃত্যু হাকিম উদ্দিনের ছেলে বলে জানা যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানসহ ১০/১২ জনের একটি দল উপজেলার দঁাতভাঙ্গা বিওপি’র ক্যাম্পর আওতায় আন্তর্জাতিক ১০৫৪ মেইন পিলারের নিকট দিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে আড়কির মাধ্যমে গরু পাচার করতে ছিল। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মতিয়ার রহমান গুলিবিদ্ধ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সাথিরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপনে কুড়িগ্রাম জেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি যে সীমান্তে মতিয়ার গুলিবিদ্ধ হয়েছেন এবং চিকিৎসার জন্য বাহিরে নিয়েছে।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকি এর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নী।

error: Content is protected !!