রৌমারী সীমান্তে বাংলাদেশী ১ নাগরিক আটক

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 weeks ago

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশী ১ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশর সময় টহলরত বর্ডার গার্ড / বিজিবি তাকে আটক করে।

(১২ডিসেম্বর) বৃহস্পতিবার ভোররাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে এ ঘটনাটি ঘটে।

আটককৃত হলেন, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের বাদশা বাবু (১৯) পিতা মোহান্মদ আলী,

আটককৃত বৃহস্পতিবার ভোররাতে ১০৬২ পিলার হইতে অনুমান ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাহার জি আর ৮৭৬২৮৮ মাস সিট ৭৮ জি এর ১৪ নিকট হতে ঐই ব্যক্তি জিএর নং মেইন পিলার ১০৬২ দিয়ে কাটাতারের বেড়ার ওপর দিয়ে চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় ।

গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে মোল্লার চর ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তাকে আটক করেন। এ ব্যাপারে মোল্লার চর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ সিরাজ উল্লাহ জানান, বর্তমানে সীমান্ত পারাপার রোধে বিজিবির বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। আটক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে রৌমারী থানায় সোর্পদ করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, আটককৃত বাংলাদেশি ১ যুবককের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটক ব্যাক্তিকে কারাগারে পাঠানো হবে।

error: Content is protected !!