আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি : রৌমারী সরকারি কলেজের (ভারঃ) অধ্যক্ষ হায়দার আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুনর্ীতিতে লাখ লাখ টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগ উঠেছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন সরকারি কলেজের হিসাব সহকারি ইদ্রিস আলী। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, (ভারঃ) অধ্যক্ষ হায়দার আলী সরকারি কলেজের ভারঃ অধ্যক্ষ হিসেবে যোগদানের ৭ মাস বয়স। যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুনর্ীতি করে আসছে। যেমন- সরকারি আর্থিক বিধি-বিধান লঙ্ঘন ও নীতিমালার কোন তোয়াক্কা না করে কলেজ পরিচালনা, ব্যাংকে সঠিক ভাবে কোন টাকা জমা করেন না এবং কোন ক্যাশ বহি ও ভাউচার নাই।
ভূয়া বিল ভাউচার দেখাইয়া অতিরিক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন এবং উন্নয়ন ও মাষ্টার রোলে কর্মচারিদের ভাতা দেওয়ার অজুহাতে ছাত্র ছাত্রীদের কাছে ভর্তি ফি একাদশ শ্রেণীতে ২৯০০ টাকা, ডিগ্রী ১ম বর্ষে ভর্তি ফি ৩০০০ টাকা, প্রশংসা পত্র উত্তোলনে ৩০০ টাকা ও ডিগ্রী ১ম বর্ষ পরিক্ষার প্রবেশপত্র উত্তোলনে নিয়ম বহিভর্ূতভাবে প্রতি শিক্ষাথর্ীর কাছ থেকে ২০০ টাকা গ্রহন করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে (ভারঃ) অধ্যক্ষ হায়দার আলীর সাথে অনিয়ম ও দুনর্ীতির অভিযোগ বিষয়ে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমার যোগদান ৭ মাস চলমান। আমার বিরুদ্ধে কেহ যদি অযথা অভিযোগ দিয়ে থাকে এবং কোন তদন্তের সম্মুখিন হতে হয়, আমার প্রমান নিয়ে হাজির হবো। উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি কলেজ সভাপতি নাহিদ হাসান খানের সাথে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন