লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করছে রৌমারী থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রৌমারী উপজেলার মোড় সিএনজি স্ট্যান্ড হতে ৫ কেজি গাঁজাসহ আটক করেন।
এমন সংবাদের ভিত্তিতে, অফিসার ইনচার্জের নেতৃত্বে তাৎক্ষণিক রৌমারী থানার একটি চৌকস টিম রৌমারী সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে আসামীকে পলিথিনের ২ পোটলায় ৫ কেজি শুকনা গাঁজাসহ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আরাজি দেওডুবা বালা পাড়া গ্ৰামের মোঃ সুরুজ মিয়ার ছেলে জাকারিয়া ইসলাম ওরফে জাকির (১৯)কে হাতেনাতে গ্রেফতার করি।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার কৃত আসামি কে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।