Thursday, January 23, 2025

রৌমারীতে ৮ রোগীকে ৪ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান

Date:

Share post:

লিটন সরকার রৌমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

রৌমারী উপজেলার ৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। সমাজকল্যান মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চিকিৎসা সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর ১ টার দিকে রৌমারী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় রোগীদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড বিপ্লব হাসান পলাশ ।সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোক করে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রত্যেককে এককালিন আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সামজসেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন এ আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা নেওয় হয়েছে।চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. বিপ্লব হাসান পলাশ জানান, চলতি অর্থবছরে দেশের সামাজিক নিরাপত্তা খাতের আওতায় আগের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে। বত্র্মান সরকার সামাজিক নিরাপত্তার সরকার। এমন অবস্থায় কিছু কুচক্রিমহল কোটা আন্দোলনকে দেখিয়ে দেশে জালাও পোড়াও শুরু করেছে। এতে দেশে হাজার হাজার কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে আমি চেষ্টা করবো আগামিতে আগের চেয়ে বাড়িয়ে দিতে। একজন অসহায় মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু।

এই টাকা একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভুমিকা রাখতে পারে।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসু্িদ্দন, প্রভাষক আঞ্জুমান আরা বেগম, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান সামসুল দোহা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা সুপারভাইজার মোঃ আব্দুল্লাহ হেল কাফী,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডিপুটি কমান্ড শাহার আলী, বীর মু্িক্তযোদ্ধা সামছুল আলম ও চিকিৎসা সহায়তা চেক নিতে আসাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীর জিঞ্জিরাম নদীতে ৫ কিলোমিটার জুড়ে কুচুরিপানা নৌ’ চলাচল বন্ধ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীতে কচুরিপানায় ভরে যাওয়ায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে।  চর বোয়ালমারী জিঞ্জিরাম নদীর...

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের  মাঝে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন...

পাইকগাছা পৌরসভার উন্নয়নে মাউকের ৮ দফা দাবি

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের (মাউক) পক্ষ থেকে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান...

আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

কালীগঞ্জ ঝিনাইদহ: কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের অধিনে দীর্ঘমেয়াদী ফসল আখ চাষকে লাভবান করতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে আখের...