রৌমারীতে ৫ জুয়ারিকে আটক করেছে থানার পুলিশ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 month ago

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়নের বারবান্দা এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার ৮শত ৫০ টাকা সহ ৫ জুয়ারুকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

সোমবার ২১ অক্টোবর আনুমানিক রাত ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।রৌমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই মোঃ আউয়াল,

এসআই মোঃ ফাইসাল আলী,এএসআই মোঃ আশরাফুল আলম, এসআই মোঃ হাবিবুর রহমার, এএসআই মোঃ মনির হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ রৌমারী উপজেলা সদর ইউনিয়নের বারবান্দা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমির চান(৪৫),পিতা বেলাত আলী এর বসতবাড়ী হইতে

টাকার বিনিময়ে তাস দ্বার জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।আটককৃত আসামীগণ মোঃ আমির চান(৪৫),পিতা বেলাত আলী,গ্রাম বারবান্দা,মোঃ আশরাফ আলী(৪০),পিতা মোঃ আঃ কাদের, গ্রাম চুলিয়ার চর,মোঃ জিয়াউল হক(৩৮),পিতা মৃতঃ জালাল উদ্দিন,গ্রাম বারবান্দা,

মোঃ বেলাল হোসেন(৩৫),পিতা- মৃতঃ ছাত্তার আলী গ্রাম বড়াই বাড়ী, এবং মোঃ নুরনবী(৫০),পিতা মোঃ নুরুজ্জামান,গ্রাম চর ইজলামারী।এবিষয়ে রৌমারী থানার ওসি মোঃ মামুনুর রশীদ বলেন আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!