রৌমারীতে ১৩  কেজি গাঁজাসহ মহিলাকে আটক করেছে পুলিশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 hours ago

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে ১৩ কেজি গাঁজাসহ মুন্নি আকতার (৩০) নামের এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মোড় সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক নারী পল্লীবি থানার চান্দারটেকের বস্তির শাহজাদা হোসেন এর কন্যা বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আটক নারী ব্যাগে করে ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে রৌমারী উপজেলার মোড় থেকে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্যেশে রওনা হচ্ছিল।

এসময় সিএনজি স্টেশন থেকে গোপনে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাসি করে ১৩ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর হোসেন বলেন, ১৩ কেজি গাঁজাসহ মুন্নী আকতার নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

error: Content is protected !!