রৌমারীতে স্থানীয় সরকার দিবস পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

লিটন সরকার রৌমারী( কুড়িগ্রাম )প্রতিনিধি:

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এবারই প্রথম সারাদেশের ন্যায় রৌমারীতে ও দিবসটি পালন করা হচ্ছে। রবিবার দুপুর ১২ দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা চত্বরে প্রাধমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই দিবসের শুভ উদ্বোধন করেন। দিবসটি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে। উদ্বোধন শেষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রৌমারী উপজেলা শাখার আবু হোরায়রা, ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা কাদের সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, এসএম রেজাউল করিম, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি সচিব, ইউনিয়ন তথ্যসেবার উদ্যোক্তাবৃন্দ। দিবসে ৬টি ইউনিয়নের ও প্রশাসনিক ভাবে স্টল দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

error: Content is protected !!