লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কুড়িগ্রামের রৌমরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, সকল সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত, সকাল ৯ টায় ভাষা সৈনিক রোস্তম আলী দেওয়ান এর কবর জিয়ারত, সকাল ১০ টায় উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আ‘লীগ রৌমারী উপজেলা শাখা, মহিলা আ‘লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখাসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৮ কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড: বিপ্লব হাসান পলাশ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী থানার তদন্ত অফিসার মোশাহেদ খান, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা একাডেমি সুপারভাইজার মোক্তার হোসেন প্রমূখ।