রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মর্নিংসান কিন্ডার গার্টেন এর বার্ষিক ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিন ব্যাপী মো. রেজাউল করিম সেলিম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান রঞ্জু , মো. সিরাজুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)রৌমারী মহিলা ডিগ্রী কলেজ, মো. আব্দুল কাইয়ুম প্রিন্সিপাল মুক্তাঞ্চল মডেল এন্ড কলেজ ও অবসর প্রাপ্ত (অধ্য:ভারপ্রাপ্ত) রৌমারী সরকারী ডিগ্রী কলেজ, মো. সোহরাব হোসেন অধ্যক্ষ মর্নিংসান কিন্ডার গার্টেন এর সকল শিক্ষক, শিক্ষিকা সকল ছাত্র,ছাত্রী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।