রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে বিজিবি কতৃক ভারতীয অফিসার চয়েস (মদ) উদ্ধার করা হয়েছে।
১৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লার চর বিজিবি ক্যাম্পের ৮ সদস্যের একটি টহলদল টহল কমান্ডার হাবিলদার মোঃ সাত্তার’র নেতৃত্বে মোঃ মোশারফ, মোঃ রাজিব মুন্সি, মোঃ নয়ন তালুকদার, মোঃ তাসিকুল, মোঃ শাহিন মোল্লা, মোঃ আব্দুল কাদের, মোঃ নিশানসহ রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়ন মোল্লার চর ফকির পাড়া গ্রাম সীমান্তেবর্তি এলাকা বিডি সীমান্ত পিলার ১০৬১/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে জিআর- ৮৭৪২৯৭ ম্যাপসীট- ৭৮ জি/১৪ ফকির পাড়া নামক স্থানে আনুমানিক ১০ টা ৩০ মিনিটে ভারতের কাটাতার ভেদ করে বস্তা মাথায় ২/৩ জন লোক নোম্যানস ল্যান্ড অতিক্রম করতে থাকলে বিজিবি জোয়ানরা তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা বিজিবির হাত থেকে রেহাই পাবার তাগিদে বহনকৃত মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে ফেলে যাওয়া বস্তা বিজিবি জোয়ানরা উদ্ধার করে মোল্লার চর বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে এনে বস্তা খুললে সেখানে ভারতীয় মদ অফিসার চয়েস ৮৬ টি (১৮০ এমএল) পাওয়া যায়।
যার আনুমানিক মুল্য নির্ধারণ করা হয় মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা। পরবর্তিতে সিজার লিষ্ট করে উক্ত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠিয়ে হবে বলে জানান।