রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ

লেখক: লিটন সরকার
প্রকাশ: 4 hours ago

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানকে পত্রের মাধ্যমে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

জানাগেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে যুবদল, সেচ্ছাসেবকদল ও জিয়া সাইবার ফোর্সের কমিটির নেতাকর্মীরা ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি সফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন তার লোকজন এবং আওয়ামীলীগের ক্যাডার বাহিনী দিয়ে তাদের ফুলের তোড়া দিতে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছিড়ে ফেলা হয় ফুলের তোড়া।

এঘটনায় ওইদিন জেলা এবং উপজেলা বিএনপির কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন যুবদল, সেচ্ছাসেবক দল এবং জিয়া সাইবার ফোর্স কমিটির নেতাকর্মীরা।

error: Content is protected !!