রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে বই চোরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সর্বস্তরের সচেতন জনগণ কর্তৃক রৌমারী উপজেলার থেকে নবম-দশম শ্রেণীর সরকারী বই পাচারকারী অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার বিকেল ৩ টার দিকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মোঃ রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগ রৌমারী উপজেলা শাখা, মোঃ শাহীন বাগী চিস্তি, মোঃ শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল, মোঃ সাজেদুল ইসলাম সবুজ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রৌমারী উপজেলা, আমীর হামজা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রৌমারী উপজেলা মোঃ নুর আলম খান হিরো, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল, হারুন মিয়াসহ রৌমারী উপজেলা সর্বস্তরের সচেতন জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বই চোরের সাথে জড়িত মাস্টারমাইন্ডকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। গ্রেফতারের না করা হলে উপজেলা ও থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।